নিজস্ব প্রতিবেদক: যশোরে বাগে জান্নাত কারিমীয়া কওমি মাদ্রাসার আয়োজনে কোরআন তেলাওয়াত, গজল ও হাদিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় জেলার ৩৫টি মাদ্রাসা থেকে দুইশত ছাত্র অংশ গ্রহণ করেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদরের রঘুরামপুরে বাগে জান্নাত কারিমীয়া কওমি মাদ্রাসায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিযোগিতায় অংশ নেয়া ৩০ জন বিজয়ী ছাত্রকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসাটির সহ-সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামেয়া মাদানিয়া পুলেরহাট মাদ্রাসার মুহ্তামিম মাওলানা মুহাদ্দিস হারুনার রশীদ কাসেমী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক ও দৈনিক কল্যাণের ক্রিয়েটিভ হেড খায়রুজ্জামান সুজন, সেক্রেটারি ডা. আজহারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাগে জান্নাত কারিমীয়া কওমি মাদ্রাসার মুহ্তামিম মাওলানা ফরহাদ হুসাইন, শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আরিফ বিল্লাহসহ বিচারকমন্ডলী ও বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক-ছাত্রবৃন্দ।