নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের ফতেপুর ইউনিয়নের ভগবতীতলা গ্রামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে কৌশলে ডেকে স্বাক্ষর নিয়ে বিয়ের কথা বলে অপহরণ ও ধর্ষণের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে থানার অফিসার ইনচার্জ মাদ্রাসা শিক্ষার্থীর পিতার মামলাটি সোমবার গভীর রাতে গ্রহণ করেন। মামলার আসামিরা হলেন, নড়াইল জেলার সদর উপজেলার কাজদিয়া গ্রামের হাবিবুর রহমান, ইসমাইল, বাহিরগ্রামের বাহির গ্রাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম, যশোর সদর উপজেলার বসুন্দিয়া আফরা ঘাটপাড়া গ্রামের ইসমাইল ও সদর উপজেলার ভগবতীতলার কাশেম সরদার।
মামলায় বাদী উল্লেখ করেন, তার মেয়ে বর্তমানে স্থানীয় হোগলাডাঙ্গা শাহ এসবি দাখিল মাদ্রাসায় অধ্যয়নরত। মাদ্রাসায় আসা যাওয়ার পথে আসামিদের সহায়তায় হাবিবুর রহমান বিভিন্নভাবে প্রলোভন দিয়ে আসতে থাকে। গত বছরের ২৩ ডিসেম্বর হাবিবুর রহমান ও ইসমাইল বাদির মেয়েকে ভুল বুঝিয়ে ডেকে নিয়ে যায়। পরদিন ২৪ ডিসেম্বর বাড়িতে আসলে জিজ্ঞাসা করলে মামা আসামি ইসমাইলের বাড়িতে গেছে বলে জানায়। ওই ঘটনার পর বাদীর মেয়ের কথা বার্তা অসংলগ্ন বুঝতে পারে। সর্বশেষ গত ১৩ জানুয়ারি সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনা স্বীকার করে এবং গত ১৮ ফেব্রুয়ারি হাবিবুর রহমান ও বাদীর বিয়ে করেছে বলে সকলে জানায়। এবিষয়ে মামলা হয়েছে।
আরও পড়ুন: বোনের সাথে প্রেম করে বিয়ে করায় ভগ্নিপতিকে ছুরি মেরে ক্ষোভ মেটালেন শ্যালক