নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের ছাতিয়ানতলা গ্রামে জমি নিয়ে বিরোধে গোলজার হোসেন নামে এক যুবককে মারপিটের অভিযোগে একই পরিবারের তিনজনের নামে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে ইফতেখার হোসেন সুমিত ২৩ জুন মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করা হয়। আসামিরা হলো ছাতিয়ানতলা মধ্যপাড়া গ্রামের মৃত আন্তার আলী দফাদারের তিন ছেলে আশরাফ হোসেন (৫০), আনিসুর রহমান (৪৮) ও ইনসান আলী (৪৫)।
মামলায় সুমিত মামলায় বলেছেন, ২৩ জুন তার ভাই গোলজার হোসেন ছাতিয়ানতলা মধ্যপাড়া জামে মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাবু দফাদারের বাড়ির সামনে পৌছালে আসামিরা দা, লোহার রড, কাঠের লাঠি দিয়ে মারপিট করে গুরুতর জখম করে। এ সময় গোলজারের পাঞ্জাবির পকেট থেকে ১৭শ টাকা, গলা থেকে একটি সোনার চেন নিয়ে নেয়।
