নিজস্ব প্রতিবেদক
যশোরে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছার উপজেলার বিএম হাইস্কুল পুকুরে এ প্রশিক্ষণ শিবির শুরু হয়।
বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ এ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সহসভাপতি আব্দুল মান্নান, যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন, ক্রীড়া শিক্ষক বসির আহমেদ, শরিফুল ইসলাম প্রমুখ।
ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া কার্যালয় আয়োজিত এই শিবিরের জেলার অনূর্ধ্ব-১৬ বয়সী ৩০ জন অংশ নিচ্ছে।
