কল্যাণ রিপোর্ট : যশোরে ট্রাকের ধাক্কায় শামিম হোসেন (২৫) নামে একজন মোটর সাইকেল চালক নিহত হয়েছেন । একই ঘটনায় তার চাচাতো ভাই নয়ন গুরুত্বর আহত হয়েছেন। নিহত শামিম যশোর সদরের নতুনহাট এলাকার মোমিনউদ্দিনের ছেলে এবং নয়ন শহরের পালবাড়ি কাজীরঘাট এলাকার হাসান আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে ও আহত নয়ন হাসপাতালে ভর্তি ।
আহত নয়ন হোসেন জানান, ‘আমি আর আমার চাচাতো ভাই শামিম মোটরসাইকেলে করে আসার পথে বাহাদুরপুর বাজারে আসলে একটি ট্রাক আমাদেরকে ধাক্কা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় যশোর জেনারেল হাসপাতালে আসি”।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিসৎক মুরসালিন রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে শামিম হাসপাতালে আসার আগেই মারা যায়। নয়নের অবস্থা আশংকাজনক ।
কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হয়। কেউ মারা গেছে কি না জানতে পারিনি। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।