নিজস্ব প্রতিবেদক
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় মনির হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার সকালে সদরের আরবপুর জামতলা মোড়ে। তিনি সদরের সুজলপুর গ্রামের মুনছুর আলীর ছেলে। এঘটনায় একই এলাকার বুরহান উদ্দিন (২২) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
আহত বুরহান জানান, তারা দ্ইুজন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শহরে আসার সময় জামতলা মোড়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। এতে মোটর সাইকেল আরোহী মনির গুরুতর আহত হন। এসময় তিনিসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। ভর্তির ১৫ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস্ জানান, তাদের মধ্যে মনিরের অবস্থা আশংকাজনক ছিলো ধারণা করা হচ্ছে তার মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগায় তার মৃত্যু হয়েছে। অপরজন জরুরি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।