নিজস্ব প্রতিবেদক
যশোরে মোটর সাইকেলে বাঁশের লাঠি নিয়ে মহড়া দিয়েছে যুবলীগ। শনিবার দুপুর থেকে এই মহড়া শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সদস্য কেরামত আলী। মহড়ায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। ভোলা ট্যাংক রোডে বিএনপির জনসভা চলার সময় এমন মহড়ায় আতংকিত হয়ে পড়েন সাধারণ মানুষ। তবে বিএনপির সাথে যুবলীগের কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।
১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নীলরতন ধর সড়কের চারখাম্বা মোড়ে সমাবেশের আয়োজন করেছে জেলা বিএনপি। সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে। যদিও এই সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগ। কিন্তু সমাবেশের দিন জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের রাজপথে দেখা না গেলেও এদিন বাঁশের লাঠি নিয়ে মোটর সাইকেলে মহড়া দিয়েছে জেলা যুবলীগের সদস্য কেরামত আলী। তার সঙ্গে শতাধিক মোটর সাইকেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহরের গাড়িখানাস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া এই মহড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এই বিষয়ে যুবলীগনেতা কেরামত আলী বলেন, সমাবেশের নামে বিএনপি আতঙ্ক সৃষ্টি করছে।
তাদের অপপ্রচার, মিথ্যাচারসহ ষড়যন্ত্রের প্রতিবাদে যুবলীগসহ বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করা হয়েছে। আর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বলেন, ‘কে কার কথায় মিছিল করেছে জানা নেই। তবে রাজপথে থাকার নির্দেশনা দেওয়া ছিলো। বিএনপি সমাবেশের নামে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা করলে প্রতিহত করার নির্দেশনা ছিলো।