নিজস্ব প্রতিবেদক: যশোরে মোবাইল চুরির অভিযোগে কোতোয়ালি থানায় তিনজনের নামে মামলা হয়েছে। আসামিরা হচ্ছে বগুড়া জেলা সদরের উত্তর চেলুপাড়া পূর্বসবুজ পাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৫), মাদারিপুর জেলা সদরের রায়কান্দি গ্রামের মৃত নুর ইসলাম ব্যাপারির ছেলে জনি ব্যাপারি (২৫) ও চট্রগ্রাম জেলার পাঁচলাইশ উপজেলার হামজারবাট গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আবু শ্যামা (৪৯)।
মণিরামপুর উপজেলার জালঝাড়া গ্রামের আবু কাশেম মোল্লার ছেলে ইনামুল হক মিন্টু (৪৮) বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মামলা করে। এদেরকে জনগণ ধরে পুলিশে সোপর্দ করে।
মামলায় ইনামুল হক মিন্টু বলেন, ২৪ নভেম্বর বেলা আড়াইটায় স্টেডিয়ামে সমাবেশে অবস্থানকালে পকেটে হাত দিয়ে দেখি ওয়ালটন প্রিমো মোবাইল ফোনটি নেই।
তখন চিৎকার দিলে জনগণের সহায়তায় সাদিকুল ইসলামকে আটক করা হয়। সাদিকুলের স্বীকারোক্তিতে তার সহযোগী আসামি জনি ব্যাপারি ও আবু শ্যামাকে আটক করা হয়। উপস্থিত লোকজনের সামনে সাদিকুলের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।