নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার জন্য শনিবার বিকাল তিনটায় যশোর জেলা মৎস্যজীবী লীগের প্রস্তুতি সভা জেলা আওয়ামী লীগের অফিসে অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবু তোহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মজিদ, সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব সেলিম রেজা বাদশা, সাধন মল্লিক রনি, চয়ন মন্ডল, নারায়ণ চন্দ্র বিশ্বাস, মশিয়ার রহমান, সৌরভ মল্লিক, রণজিৎ রায় প্রমুখ।
সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল মজিদ বলেন, দেশের উন্নয়ন আর অগ্রগতি দেখে বিএনপির মাথা খারাপ তারা ষড়যন্ত্র শুরু করেছে। আগামী ২৪ তারিখের জনসভা সফল করে তাদের সেই ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
আরও পড়ুন: যশোরে শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রচার মিছিল