নিজস্ব প্রতিবেদক
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যশোরের যৌথ উদ্যোগে যাকাত সংগ্রহ ও বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, ইন্দো-বাংলা চেম্বারের পরিচালক মতিয়ার রহমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খুলনা ও ফরিদপুর রিজিয়নের সাবেক প্রধান ফকির আখতারুল আলম, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাইদ বুলবুল, সদরের দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ১১১ জন গ্রহীতার মধ্যে সাত লাখ ২৩ হাজার ৮১১ টাকার জাকাত অনুদান বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জাকাত সংগঠক হিসেবে ১০ জনকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
