নিজস্ব প্রতিবেদক
যশোরে শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গাছিদা দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে রোববার ভোর রাতে সদরের নরেন্দ্রপুর শ্রীপদ্দী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। সকালে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
আহত শরিফুল ইসলাম জানান, একই গ্রামের নাসির হোসেনের পুকুর পাহারাদার সোহাগ হোসেনের সাথে তার তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সে তাকে গাছিদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে সকালে পরিবারের সদস্যরা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তার শরীরের মুখ ও মাথার পিছনের অংশে কোপানোর চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।