নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর ঝুমঝুমপুর ময়লাখানা পাম্পের সামনে সোহান (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার রাতে মামলাটি করেন সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের মৃত মোজাফফরের ছেলে ও আহত সোহানের পিতা চায়ের দোকান্দার সালাউদ্দিন।
মামলায় ৬ আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করা হয়। তারা হচ্ছে, যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার ঝিলেনের ছেলে আকাশ, ঝুমঝুমপুরের সাইদের ছেলে শাওন, নীলগঞ্জ তাঁতীপাড়ার তোফায়েল, সাইদ, শাহিন, ঝুমঝুমপুরের বাদশার ছেলে ইব্রাহিমসহ অজ্ঞাতনামা ৩/৪ জন। পুলিশ ছুরিকাঘাতের ঘটনায় ঝুমঝুমপুর চান্দের মোড়ের সাইদুল ইসলাম ওরফে সাইদের ছেলে নুর নবী ওরফে শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলায় সালাউদ্দিন উল্লেখ করেন, তার ছেলে সোহান গাড়ির ট্রান্সপোর্টের পাশাপাশি পিতার নিজের দোকানের ব্যবসা দেখাশোনা করতো। গত শনিবার রাত ৮ টার পরপর সোহান বাড়ি থেকে ঝুমঝুমপুর ময়লাখানা পাম্পের সামনে পৌছালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার ছেলের পথরোধ করে। এরপর আদর্শপাড়া গ্রামের জনৈক পাপ্পার মেহগুনী বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর কোন কথাবার্তা না বলে আকাশ ধারালো চাকু দিয়ে খুন করার উদ্দেশ্যে সোহানের পিঠের ডান পাশে কোপ মেরে মারাত্মক রক্তাক্ত জখম করে। আকাশের হুকুমে সাইদ ও শাহিন ধরে রাখে শাওন ধারালো চাকু দিয়ে সোহানের ডান পাজোরে আঘাত করে রক্তাক্ত মারাত্মক জখম করে। ইব্রাহিম চাকু দিয়ে আঘাত করে। সাইদ সোহানের কাছে থাকা ৩০ হাজার টাকা নিয়ে নেয়। স্থানীয় লোকজন সোহানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর রাত আড়াইটার দিকে পুলিশ শাওনকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। তাকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।