নিজস্ব প্রতিবেদক: যশোরে হুমায়ন আহম্মেদ (৩০) নামে একজনকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। তিনি শহরের রায়পাড়ার বাসিন্দা। পুলিশ দুইজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় হুমায়ন শহরের রেলগেট মাদ্রাসার সামনে আসলে রায়পাড়ার জীবন গাজী (৩০) ও হাবিল রহমান (২৮) তার পথ গতিরোধ করে বুকে ও উরুতে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা জীবন ও হাবিলকে ধরে গনধোলাই দিয়েছে। আহত তিনজনই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের ভাই সুমন হোসেন জানান, পরকীয়ার জেরেই তার ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। বছর খানেক ধরে ছোটভাই হুমায়নের স্ত্রীর সাথে এদের একজনের অবৈধ সম্পর্ক রয়েছে। বারবার নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ছুরি মারা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ জানান, দশ মিনিটের ব্যবধানে একজনকে ছুি মেরে জখম ও বাকি দুইজনকে পিটিয়ে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাদেরকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ আকিকুল ইসলাম জানান, রায়পাড়ায় একজনকে ছুরি দিয়ে জখম করেছে। আসামি হাবিল ও জীবনকে আটক করা হয়েছে। বর্তমানে পুলিশ পাহারায় আসামিরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।