নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পালবাড়ি তেঁতুলতলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাকারিয়া হোসেন (২৪) নামে এক যুবক জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় তেঁতুলতলা রেল লাইনে। তিনি ওই এলাকার সোহরাব হাওলাদারের ছেলে।
আহত জাকারিয়া জানায়, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার ইয়ামিন নামে এক যুবকের সাথে তার বিরোধ চলে আসছিলো। সন্ধ্যায় তিনি ব্যক্তিগত কাজে তেঁতুলতলা রেল লাইনের উপর যায়। এ সময় ইয়ামিন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ বিষয়ে জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দীন জানান, আহতের দু’পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার।
আরও পড়ুন:একসঙ্গে চলতেন দুই বন্ধু, মৃত্যুও হলো একসঙ্গে