নিজস্ব প্রতিবেদক
যশোরে পারভেজ রানা (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়ার টুনটুনির মোড় এলাকায়। তিনি ওই এলাকার সাবেক মেম্বার এরশাদ আলীর ছেলে। আহত রানাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহতের চাচাতো ভাই এজাজুল ইসলাম জানান, রানা সকালে নিজেদের বাড়ির গেটের সামনে বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পাশের বাড়ির বিদ্যুৎ মিস্ত্রি আব্দুল্লাহকে ডাক দেয়। এসময় তার সাথে তর্কবির্তক হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ বাড়ি থেকে ধারালো ছুরি এনে তার পেটে ও বুকে জখম করে দ্রুত স্থান ত্যাগ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ফিরোজ মাহমুদ বলেন, তার বুকে এবং পেটে অবস্থা খারাপ। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।