নিজস্ব প্রতিবেদক
যশোরে রাজন ইসলাম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর ঝুমঝুমপুরের তমালতলায়। তিনি ঝুমঝুমপুরের আব্দুস সামাদের ছেলে।
আহতের স্বজনরা অভিযোগ করে বলেন, সন্ধ্যার দিকে রাজন মোটরসাইকেলে নিউমার্কেট থেকে বাবলাতলা হয়ে শেখহাটির ভেতর দিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির কাছে পৌঁছালে ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার মহিউদ্দিনের ছেলে সজীব উদ্দিন (২৮), একই এলাকার হামিদ (২৫) ও নাইমুরসহ (৩১) দুর্বৃত্তরা তার পথরোধ করে। এসময় তারা এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।