নিজস্ব প্রতিবেদক
যশোরে ইউসুফ আলী (২৮) নামে এক যুবককে মুক্তিপণ দাবির অভিযোগে মঙ্গলবার নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর তাকে ডেকে আনা হয়েছিল।
আটকরা হলেন, সদর উপজেলার বাহাদুপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে বর্তমানে শহরের ঘোপ ডিআইজি প্রিজন রোডের এস এম মনোয়ার হোসেনের ৩ তলা ভবনের তৃতীয়তলার ফ্লাটের ভাড়াটিয়া হোসনে আরা (৩৩) ও রেলস্টেশন এলাকার মনির হোসেনের ছেলে শেখ মেহেদী হাসান রাব্বি (২৫)।
পুলিশ জানায়, সদর উপজেলার হালসা গ্রামের হযরত আলীর ছেলে ইউসুফ আলীর সাথে আটক হোসনে আরা গত ৭ জুলাই ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর থেকে মাঝে মধ্যে মোবাইল ফোনে তাদের দুই জনের কথা হতো। গত ১২ জুলাই হোসনে আরা তার সাথে দেখা করার জন্য ইউসুফ আলীকে অনুরোধ করেন। হোসনে আরার কথামত ওইদিন সন্ধ্যা ৬ টার দিকে ঘোপ ডিআইজি প্রিজন রোডে তার ভাড়া বাড়িতে দেখা করতে যান ইউসুফ আলী। এ সময় হোসনে আরা পূর্ব পরিকল্পিতভাবে তার সহযোগী শেখ মেহেদী হাসান রাব্বিসহ আরো কয়েকজন তাকে আটকে রেখে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। ইউসুফ আলী তাদের টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, চড় থাপ্পর মারেন। এক পর্যায়ে তারা তার কাছে থাকা নগদ ৮ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোনসেট কেড়ে নেন। এরপর হোসনে আরার সহযোগী শেখ মেহেদী হাসান রাব্বি মোবাইল ফোন করেন ইউসুফ আলীর পরিচিত জাহিদের কাছে। তাকে জানানো হয়, ইউসুফ আলীকে আটকে রাখা হয়েছে। এ জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। ইউসুফ আলীর প্রাণ বাঁচাতে তখন জাহিদ বিকাশের মাধ্যমে শেখ মেহেদী হাসান রাব্বিকে ৯ হাজার টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে মুক্তিপণের বাকী টাকা পরে পরিশোধের শর্ত দিয়ে রাত সাড়ে ৮টার দিকে ইউসুফ আলীকে তারা ছেড়ে দেন। বাড়ি ফিরে যাওয়ার পর ইউসুফ আলী বিষয়টি পরিবারকে জানান। এ ঘটনার পর মঙ্গলবার সকালে ইউসুফ আলী জানতে পারেন, হোসনে আরা ও তার সহযোগীরা ঘোপ ডিআইজি প্রিজন রোডের ওই বাসায় অবস্থান করছেন। এ খবর পেয়ে ইউসুফ আলী সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে হোসনে আরা এবং তার সহযোগী শেখ মেহেদী হাসান রাব্বিকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গেল আটক দুই জনকে তাদের কাছে সোপর্দ করা হয়।
সূত্র আরও জানায়, এ ঘটনায় ইউসুফ আলী আটক দুজসহ তাদের আরও ৫ সঙ্গীকে আসামি করে বিকেলে কোতয়ালি থানায় মামলা করেছেন। মামলার অপর আসামিরা হলেন, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের তুহিন হাসান, শহরের রেলস্টেশন এলাকার বাবুর ছেলে রাব্বি, ঘোপ বেলতলার রাসেল, রুহুল ও রকি।