নিজস্ব প্রতিবেদক
যশোরে জাহিদ ইমাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের মিশনপাড়ার খন্দকার আনারুল হকের ৯ তলা ফ্লাটের ৮ম তলা ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহিদ ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু’র খবির উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে প্রেমঘটিত কারণে জাহিদ আত্মহননের পথ বেছে নিয়েছেন। এদিকে তার মৃত্যুর খবরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কথিত প্রেমিকা।
পাশের ফ্ল্যাটের বাসিন্দারা জানান, দীর্ঘক্ষণ কোন সাড়া শব্দ না পেয়ে ও জাহিদের ঘরে ছিটকিনি আটকানো দেখে তাদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও জাহিদের সাড়া না পেয়ে ফ্ল্যাটের গার্ড ও বাড়ির মালিক দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান জাহিদ ফ্যানের সাথে ঝুলছেন। পরে পুলিশকে খবর দেয়া হয়। ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কে দূরত্ব হওয়ায় জাহিদ আত্মহত্যা করেছেন।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, ওই ফ্লাটে তিনটি রুম ছিলো। যার একটিতে থাকতেন জাহিদ ইমাম অপরটিতে থাকতেন আরেক যুবক। মাঝে মাঝে ওই যুবকের বোন যবিপ্রবির শিক্ষার্থী আসতেন ও থাকতেন। কেউ কেউ ধারণা করছেন ওই শিক্ষার্থীর সাথে প্রেম ছিলো জাহিদের। মনোমালিন্যে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন জাহিদ। তিনি বলেন, ওই শিক্ষার্থীও অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতের পরিবারের সদস্যরা এসেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।