নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগ লুটপাট করে দেশে দুর্ভিক্ষ ডেকে এনেছিল। আজও তাদের লুটপাটের কারণে সমৃদ্ধির বাংলাদেশ দুর্ভিক্ষের দেশে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। দেশটাকে তারা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। সেই লুটপাটের দায় চাপাচ্ছে জনগণের ওপর। যে কারণে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলেছে।
গতকাল রোববার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এসএম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, সিন্ডিকেটের মাধ্যমে সকল দ্রব্যমূল্য বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। সিন্ডিকেট করে দ্রব্যমূল্য এতটাই বাড়ানো হয়েছে যা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। জনগণের এই দূরবস্থা আওয়ামী লীগের চোখে পড়ে না। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই এই সরকারের কাছে প্রতিবাদ কিংবা দাবি জানিয়ে কোন লাভ হবে না। দেশ ও জনগণকে বাঁচাতে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে হবে।
জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুবদলের খুলনা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, মাগুরা জেলা সভাপতি অ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল, যশোর জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুর রহমান মধু, সাইদুর রহমান বিপুল, ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পদাক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু।