নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকায় যুবলীগকর্মী রুম্মানের হত্যাকারী আলিম হোসেন ওরফে আর কে হৃদয়কে আজ সোমবার গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া হৃদয়ের বাড়ি শেখহাটি বাবলাতলায়।
জানা যায়, ২৫ মার্চ রাত সাড়ে ১০ টায় যশোর শহরের কাঠালতলায় যুবলীগ কর্মী হোসাইন মুহাম্মদ রুম্মান (৩৫) ও আরিফ হোসেন শাকিল (২৬) তাদের সহপাঠি ছাত্রলীগ কর্মী আরিফ হোসেন এর নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক রুম্মানকে মৃত ঘোষণা করেন এবং গুরুত্বর জখম শাকিলকে ভর্তি করে হাসপাতালে। এই ঘটনায় নিহতের ভগ্নিপতি আলীমুজ্জামান বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলা নং-৮৪। হত্যা মামলাটির তদন্ত করছেন এসআই সোলায়মান আক্কাস।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
পুলিশ সুপারের নির্দেশে কোতয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি চৌকশ টিম যৌথভাবে অভিযান চালিয়ে শেখহাটি বাবলাতলা এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বার্মিজ চাকুসহ হৃদয়কে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বিরামপুর সাকিনে একটি অজ্ঞাত স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনায় মধ্যস্ততা করে ৬০ হাজার টাকা পেয়ে অভ্যন্তরীন ভাগ-বাটোয়ারা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবলাতলা এলাকার ছাত্রলীগ কর্মী আরিফ হোসেনের নেতৃত্বে ১০/১৫ জন পূর্ব পরিকল্পনা মোতাবেক অতর্কিত আক্রমন করে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে ও ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে হত্যা করে। জড়িত প্রধান আসামী আরিফ হোসেনকে গ্রেপ্তারের অভিযান চলছে আছে।