নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে নিজ বাসভবনের সামনে এই আয়োজন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। পরে গণভোজ বিতরণ করা হয়। জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সদস্য জবেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত বরাবরের মতো ষড়যন্ত্র শুরু করেছে। তারা ইতোমধ্যে তাদের আগুন সন্ত্রাসের মহড়াও দিয়েছে। এদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে আমাদের রাজপথে থেকে প্রতিহত করতে হবে। দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। এর জন্য আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে।
এসময় আরো বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, দফতর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী তৌফিকুর রহমান শাপলা, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, মাহবুব রহমান বিদ্যুৎ, শরীফ এ মাসউদ হিমেল, সাবেক উপ-শিক্ষা সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক সদস্য তছিকুর রহমান রাসেল, বর্তমান সহ-সভাপতি রুহুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।