নিজস্ব প্রতিবেদক
বিয়ের ১১ বছর পর দুই লাখ টাকা যৌতুকের অভিযোগে যশোরের একটি আদালতে স্বামী, শাশুড়ি, দেবর ও ননদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন গৃহবধূ আছিয়া। বিচারক মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাস্কা গ্রামের মজনু মিয়া জীবনের ছেলে সাকিব, সাকিবের মা লাইলী বেগম, ভাই হাবিল মিয়া ও বোন হামেলা বেগম।
আরও পড়ুন:লোহাগড়ার শিশু তানহার বাড়িতে অমিতের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের আছিয়া আক্তার মামলায় বলেছেন, তিনি ও সাকিব ঢাকার আশুলিয়ায় চাকরি করতেন। সেখান থেকে পরিচয়ের পরে পারিবারিক ভাবে সাকিবের সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় এক লাখ টাকা ও আরো দুই লাখ টাকার আসবাবপত্র যৌতুক হিসেবে স্বামী সাকিবকে দেন আছিয়ার পিতা। দাম্পত্য জীবনে দুইটি ছেলের জনক জননী তারা। কিন্তু বছরখানেক আগে থেকে আরো দুই লাখ টাকা যৌতুকের জন্য আছিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে সাকিব। ভরণ পোষণ দেয়াও বন্ধ করে দেয়। স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ না দেয়ায় গত ২৫ মার্চ বিকেলে সাকিবসহ তার পরিবারের অন্যান্যদের ডেকে আনা হয় আছিয়ার পিতার বাড়ি। কোন মতেই যৌতুক ছাড়া আছিযাকে নিয়ে সংসার করতে রাজি না হয়ে ফিরে চলে যান সাকিব। ফলে আছিয়া এই ব্যাপারে যশোর আদালতে মামলা করেছেন।
আরও পড়ুন:আম খাওয়ানোর নাম করে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক