নিজস্ব প্রতিবেদক
যৌতুক দাবির অভিযোগে পুলিশ কনস্টেবল আবু বক্কার সিদ্দিকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর শহরের পুরাতনকসবা বিবি রোডের মৃত কালু মিয়ার মেয়ে মরিয়ম বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি আবু বক্কার সিদ্দিক মাগুর সদরের হাজরাপুর গ্রামের সানা উল্লা বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ঝিনাইদহের হরিনাকুন্ডু থানায় কর্মরত আছেন।
মামলার অভিযোগে জানা গেছে, প্রথম স্ত্রীর মৃত্যুর পর ২০১৯ সালের ২৩ অক্টবর পুলিশ সদস্য আবু বক্কার সিদ্দিক পারিবারিক ভাবে মরিয়মকে দ্বিতীয় বিয়ে করেন। আবু বক্কার বিয়ের সময় মরিয়মের মায়ের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেছিলেন। এ সময় পিতৃহীন মরিয়নকে বিয়ে দিতে ধার দেনা করে আসামি আবু বক্কারকে নগদ ১ লাখ টাকা, সোনার গহনা দেয়া হয়েছিল। বাকি ১ লাখ টাকা যৌতুকের দাবিতে আবু বক্কার তার স্ত্রীর উপর শারিরীক ও মানসিক নির্যাতন করত। প্রথম পক্ষের মেয়ে বিয়ে দিতে মরিয়মের মায়ের কাছ থেকে নেয়া তিন লাখ টাকা পরিশোধ করেনি। উপরন্ত ১ লাখ টাকা যৌতুকের দাবিতে গত ১৭ মার্চ যশোর শহরের পুলিশ লাইনের ভাড়া বাসা থেকে তাকে তাড়িয়ে দেন। ২১ মার্চ আবু বক্কারকে মরিয়মের মা বাড়িতে ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর ঝিনাইদহ পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়ে বিচার না পেয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।