নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার বানিয়ালী পূর্বপাড়ায় আব্দুল হালিম (৪০) নামে এক রং মিস্ত্রিকে মারপিট ঘটনার দুই সপ্তাহ পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। হালিমের ভাবী স্বপ্না বেগম (৪৫) ৮ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
আসামিরা হলো, একই গ্রামের মুক্ত (৪০), ইনামুল (৪৫), ইমদাদুল (৪৭), শাহিনুর (৫৫) ও তার ছেলে সজল (২৫), মোস্ত (৪৮), রায়হান (২৫) এবং বাবু (৪৪)। এছাড়া অজ্ঞাত ২/৩জনকে আসামি করা হয়েছে।
এজাহারে স্বপ্না বেগম উল্লেখ করেছেন, আসামিদের মধ্যে মুক্ত, ইনামুল, ইমদাদুল ও শাহিনুর সুদের কারবারি। তারা বিভিন্ন মানুষকে টাকা নিয়ে মোটা অংকের সুদ নিয়ে থাকে। তার দেবর আব্দুল হালিম এক বছর আগে শাহিনুরের কাছ থেকে টাকা ধার নেয়। তিনি সুদ আসলসহ তা ফেরতও দেন। কিন্তু শাহিনুর আরো টাকা দাবি করে। কিন্তু হালিম আর কোন টাকা দিতে পারবে না জানালে সে তাকে হুমকি দেয়। গত ১ জানুয়ারি হালিম রং এর কাজের জন্য বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের কামরুলের চায়ের দোকানের সামনে পৌছালে আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে তার ওপর চড়াও হয়। লাঠি ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। তাকে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে তিনিসহ (স্বপ্না বেগম) আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় হালিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ ঘটনার দুই সপ্তাহ পর কোতয়ালি থানা পুলিশ শুক্রবার মামলা হিসাবে রেকর্ড করে।