নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বকচর হুশতলার চাঞ্চল্যকর আব্দুর রহমান রাকিব হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আসমিরা হলেন, বকচর বিহারী কলোনীর সুকুমার রায়ের দুই ছেলে শান্ত কুমার দাস ও প্রান্ত কুমার দাস। মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২১ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাকিব বকচর হুশতলা বিষের মোড়ের শহিদুল ইসলামের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। তারা রাকিবকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। রাকিব ওই এলাকার মৃত আব্দুর রহমান লিটুর ছেলে। এঘটনায় রাকিবের চাচা হাজিফুর রহমান বটু নয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি শান্তু ও প্রান্ত। সর্বশেষ গতবছরের বছরের অক্টোবরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিমান তরফদার শান্ত ও প্রান্তসহ ১৮জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন।
আরও পড়ুন: যশোরের ব্যাংকগুলোতে ৩২ হাজার ৭৭০ কোটি টাকার নগদ লেনদেন