নিজস্ব প্রতিবেদক
ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক বন্ধে অভিযান স্থগিতের দাবিতে যশোর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ এ সমাবেশে ৮০০ থেকে ৯০০ শ্রমিক অংশ নেন। যশোর জেলার শ্রমিক দলের সাধারণ মোহাম্মদ সাহাবুদ্দিনের নেতৃত্বে সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের আহ্বায়ক খাইরুল ইসলাম। অনুষ্ঠিত সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন যশোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর, যুবশক্তি (এনসিপি)-এর আহ্বায়ক ইমদাদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুহুল আমিন প্রমুখ। পৌর প্রশাসক কর্তৃক পরিচালিত অভিযান প্রত্যাহার না হলে শিগগিরই রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করবে।