নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া কাঁঠালতলায় হোসাইন মোহম্মদ রুম্মান হত্যার সাথে জড়িত অভিযোগে আরো একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত বিপুল হোসেনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথুলী গ্রামে।
রুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহরতলীর শেখহাটির মাইমুনের ভাইরা বিপুল হোসেন। রুম্মান হত্যার সাথে জড়িত অভিযোগে এ নিয়ে দুইজনকে গ্রেফতার করা হলো। এর আগে ২৭ মার্চ গভীর রাতে শহরতলীর শেখহাটি থেকে আলিম হোসেন হৃদয়কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়।
ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম জানান, উথুলি গ্রামের ইসহাকের বাড়ি থেকে বিপুল হোসেনকে গ্রেফতার করা হয়। বিপুলকে ২৯ মার্চ আদালতে সোপর্দ করা হয়। আজ বুধবার তাকে ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে জানান এস আই মফিজুল ইসলাম। বিপুলের দেয়া তথ্য অনুযায়ি একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।