নিজস্ব প্রতিবেদক
যশোরের একটি ব্যাংকের ভেতর থেকে প্রতারণার করে এক ব্যক্তির এক লাখ টাকা নিয়ে পালানোর চেষ্টাকালে আলমগীর কাজী (৬৫) নামে এক বৃদ্ধ আটক হয়েছে। তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে শহরের এম কে রোডস্থ রূপালী ব্যাংকের ভেতর এ ঘটনা ঘটে। আলমগীর কাজী ঝালাকাঠির নলছিটি উপজেলার ক্ষীরাকাটি গ্রামের মৃত মোজাহার কাজীর ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের বকচর করিম পাম্পের পেছন এলাকার জনৈক মান্নান ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শহরের আর এন রোডের জেএস ট্রেডার্সের কর্মচারী বিল্লাল হোসেন প্রতিষ্ঠানের ৪ লাখ ৯৫ হাজার টাকা রূপালী ব্যাংকের জমা দেওয়ার জন্য যান। তিনি ব্যাংকের ভেতর প্যাকেট থেকে টাকা বের করে গণনা করছিলেন। এ সময় এক ব্যক্তি তার বাম পাশে কিছু টাকা ফেলে দিয়ে বিল্লাল হোসেনকে বলেন, আপনার টাকা পড়ে গেছে। কিন্তু প্রতারণা বুঝতে না পেরে বিল্লাল হোসেন তখন পড়ে থাকা টাকা উঠাতে যান। এই সুযোগে প্রতারক আলমগীর কাজী তার ৫শ’ টাকার দুই ব্যান্ডিলে থাকা ১ লাখ নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি বিল্লাল হোসেন দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে ১ লাখ টাকাসহ আলমগীর কাজীকে আটক করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। আটক আলমগীর কাজী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে- তার সাথে ইব্রাহিম ও কালু নামে আরও দুই জন ছিলেন। তারা পরিস্থিতি খারাপ দেখে কৌশলে পালিয়ে গেছেন। এ ঘটনায় বিল্লাল হোসেন কোতয়ালি থানায় মামলা করেছেন।
