নিজস্ব প্রতিবেদক
যশোরে রেল লাইনের পাশ থেকে আঁখি আক্তার (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদরের সাতমাইলের মথুরাপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নাটিমা ইউনিয়নের দড়িয়াপুর গ্রামের মিন্টুর মেয়ে।
খরব পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) বেলাল হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জিআরপি পুলিশ লাশ উদ্ধারের পর মর্গে পাঠায়।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে অসাবধানতার কারণে অথবা পরিকল্পিতভাবে কেউ ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দেওয়ায় তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এর আগে সকালে তার মরদেহটি অজ্ঞাত হিসেবে পুলিশ উদ্ধার করে। পরে পুলিশের একাধিক টিম সনাক্তের চেষ্টা করে। সোস্যাল মিডিয়ার মাধ্যমে তার পরিচয় সনক্ত হয়েছে বলে জানা যায়।