# ভৈরবের শহর অংশে ড্রেজিংয়ের অনুমোদন, সুফল নিয়ে সংশয়
# জেলায় এ পর্যন্ত ৭৯৫ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ৪৫ জন
নিজস্ব প্রতিবেদক
যশোরে রোগাক্রান্ত পশু জবাই দেয়া বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। মেডিকেল টিমের কাছ থেকে সুস্থ গরু, ছাগলের ছাড়পত্র নিয়ে যেন কসাইরা জবাই করে সেবিষয়ে জোর তাগিদ দিয়েছেন। রোববার সকালে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা থেকে তিনি এ নির্দেশ দেন। একই কথা বলেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। তিনি বলেন, আগে পৌরসভার স্যানিটেশন ইন্সপেক্টর গরু, সুস্থ ছাগলের গায়ে সিল মেরে দেয়ার পর জবাই করা হতো। এ নিয়ম অনেক দিন ধরে বন্ধ। এ নিয়ম চালু করতে হবে।
সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা তার বক্তব্যে বলেন, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ দেশে বিভিন্ন জেলায় গরুর মাংসে আনথ্যাক্স রোগ বেড়েছে। এটি এমন একটি ভাইরাস যা রান্না করলেও জীবাণু মরে না। যারা মাংস কাটছে তারা বেশি আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে গুরুত্ব দেয়া উচিৎ।
তিনি আরো বলেন, এখন ডেঙ্গু আরো বেড়েছে। জেলায় এ পর্যন্ত ৭৯৫ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। উপজেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৪৫ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু করতে হবে। টাইফয়েড জ¦রের টিকা নিয়েও গুজব চলছে। শার্শায় দুটি শিশুর একটু সমস্যা ছিল। তাদের টিকা দেয়ায় কোন সমস্যা হয়নি। জন্ম নিবন্ধন ছাড়াও টিকা দেয়া যাচ্ছে।
পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, পাগলা কুকুরের উপদ্রব থেকে পৌরবাসীদের রক্ষা করতে কুকুরের শরীরে ভ্যাকসিন ও গায়ে রং করে দেয়ার কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্চ লাইট স্থাপন করে উদ্বোধন করা হবে। পৌর এলাকার ছোট ছোট রাস্তা সংস্কারের কাজও শুরু করা হবে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, নীলগঞ্জ তাঁতীপাড়ার রাস্তা সংস্কার করতে অনেক সময় লাগবে। আর পালবাড়ী-মনিহার রাস্তার টেন্ডার হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমতি দিলে ঠিকাদার নিয়োগ করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ভৈরবের শহর অংশে ড্রেজিং করার অনুমোদন মিলেছে। ড্রেজিং করলে নদের দড়াটানা অংশে জোয়ার ভাটা আসবে। কিন্তু প্রতিবন্ধকতা হলো এলজিইডি ও অন্যান্য দপ্তরের ছোট ছোট ব্রিজ-কালভার্ট। এগুলোর কারণে ড্রেজিং করলেও সুফল মিলবে না। ফলে আগে ছোট ছোট ব্রিজ-কালভার্ট অপসারণ জরুরি।
জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন বলেন, বিভিন্ন উপজেলায় চাষাবাদের জমির কি অবস্থায় রয়েছে, সেটা কৃষি প্রকৌশলী দিয়ে পরিদর্শন করানো হচ্ছে। বর্ষা মৌসুমে ফসলের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার স্বার্থে কৃষকদের বিকল্প চাষাবাদে উদ্বুদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সকল কাজ ইন্টারনেটের মাধ্যমে করা হয়। এজন্য ৫৫৩ স্কুলে ইন্টারনেট সংযোগ লাগানো হয়েছে। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রতিনিধি ডাক্তার হিমাদ্রি শেখর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহম্মেদ মাহাবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
