নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের টাউনহল মাঠের আলমঙ্গীর সিদ্দিকী হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, সির্ভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আযম সাকলায়েন ও যশোর পৌরসভার প্যানেল মেয়র মুকসিমুল বারি অপু। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সমাজসেবা অফিসার ও রোগী কল্যাণ সমিতির সদস্য সচিব রুবেল হাওলাদার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, জবেদ আলী ও যুগ্ম-সম্পাদক আজাহার হোসেন স্বপন প্রমুখ।
সভায় জানানো হয়, গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে ওষুধ, রক্ত, বস্ত্র, পথ্য সরবরাহ, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা করাসহ চিকিৎসা সামগ্রী ও পরিবহন ভাড়া দেওয়া হয়। এছাড়াও মৃত্যুবরণকারী গরীব ও দুঃস্থ রোগীদের সৎকারের ব্যবস্থা করা হয়। রোগীদের কল্যাণে যে কোন ধরনের সহায়তাসহ চিকিৎসা সামাজিক ও মানসিক ভাবে সার্বিক সহযোগীতা প্রদান করা হয়। বর্তমান সমিতির মোট আজীবন সদস্য সংখ্যা ১৪২ জন ও দাতা সদস্য ৮২৯জন।
সভায় রোগী কল্যাণ সমিতির ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং গঠনতন্ত্রে ধারা সংশোধন নিয়েও আলোচনা করা হয়।