নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর ১০৬তম ঐতিহাসিক মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার লাল পতাকা মিছিল বের করে। মিছিরটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক কৃৃষ্ণা সরকার, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন ও অভয়নগর থানার শ্রমিকনেতা নাজমুল হুসাইন প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন জেলা সহ-সম্পাদক কামরুজ্জামান রাজেস।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে গাজা উপত্যকায় প্যালেস্টাইনের সশস্ত্র যোদ্ধা হামাসকে নির্মূল করার লক্ষ্যে যুদ্ধ বিরতির দাবিকে উপেক্ষা ইসরায়েলের নেতানিয়াহু সরকারের সর্বাত্মক হামলা ও গণহত্যা। গাজা হামলায় মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে যার সংখ্যাগরিষ্ঠ নিরস্ত্র নারী ও শিশু। ২৩ লক্ষ গাজাবাসির প্রায় ১৫ লক্ষই বাস্তুচ্যুত বলে খবরে প্রকাশ। একক পরাশক্তি মার্কিন সাম্রাজ্যবাদ ও তার পাশ্চাত্যের মিত্ররা ইসরাইলকে রক্ষায় সর্বাত্মক সমর্থন দিয়ে ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে। ইউরোপও ইসরায়েল সরকারের পক্ষ নিয়ে হামাস তথা প্যালেস্টাইনী জনগণের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়ে চলেছে।
ফিলিস্তিন জনগণের পৃথক রাষ্ট্রের দাবিতে সংগ্রামে সংহতি প্রকাশ করে দখলদার ইসরায়েল রাষ্ট্রের হামলা, গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দখলদার ইসরায়েলকে হটিয়ে প্যালেস্টাইনে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান বক্তারা।
নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতির ফলে দেশেল শ্রমিক-কৃষক তথা ব্যাপক জনগণের জীবন আজ চরম সংকটের মধ্যে রয়েছে। এই প্রেক্ষিতে সরকার সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু না করা, জাতীয়ভিত্তিক বাঁচার মত ন্যূনতম মজুরি ঘোষণা না করাসহ জাতীয় ও জনজীবনের সমস্যা ভূলুন্ঠিত করে সাম্রাজ্যবাদের দালাল বর্তমান সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী শাসন তীব্র করে চলেছে।
নেতৃবৃন্দ গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের ওপর গুলিসহ হামলা তীব্র নিন্দ ও প্রতিবাদ জানিয়ে দায়িদের শাস্তির দাবি জানান।