নিজস্ব প্রতিবেদক
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক হোসেন উদ্দীন হোসেনকে যশোরে সম্মাননা দেওয়া হয়েছে। জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষে আজ রোববার দুপুরে যশোর জেলা সরকারি গ্রন্থগার পাঠকক্ষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান উত্তরীয় পরিয়ে ও স্মারক (ক্রেস্ট) উপহার দিয়ে তাকে এই সম্মাননা জানান। অনুষ্ঠানে লেখক সম্মাননা ছাড়াও গ্রন্থগারের দুইজন সেরা পাঠককে বই পুরস্কার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘যে জাতির সভ্যতা যত উন্নত সেই জাতির গ্রন্থগার তত উন্নত। অর্থনৈতিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে আত্মীক উন্নয়ন হওয়া দরকার। বই পড়লে আত্মীক উন্নতি হয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সরকারি গ্রন্থগারের সহকারি লাইব্রেরিয়ান মমতাজ খাতুন। মূখ্য আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভা যশোরের সাধারণ সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী।অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আইটি পার্ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। কেক কাটা হয়। এরপর যশোর জেলা গ্রন্থগারে যশোরের স্থানীয় লেখক সাহিত্যিকদের বইয়ের সমাহার নিয়ে যশোর কর্ণারের উদ্বোধন করা হয়।
এদিকে, গ্রন্থাগারের গুরুত্ব, মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি, সবার মধ্যে বই পড়ার আগ্রহ ও আনন্দ ছড়িয়ে দিতে শোভাযাত্রাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে এদিন বেলা ১১টার সময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ-অদম্য’ ৭১-প্রশাসনিক ভবন ঘুরে আবার মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. কিশোর মজুমদার, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, উপ-পরিচালক (অর্থ) জি. এম. দীন মোহাম্মদ, উপ-পরিচালক (হিসাব) মো. আবু ছাইম, উপ-গ্রন্থাগারিক মো: জাহাঙ্গীর কবীর, সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আব্দুর রশিদ প্রমুখ।