নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার ১০১টি ঈদগাহ ও মসজিদে ঈদুল আজহা জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। এসব স্থানে সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম ১৩ মে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা ১৭ জুন। এ উৎসব ঘিরে পশু কোরবানি ও ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পালন করা হয়।
যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত হবে সাড়ে ৮টায়। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত ৭টায় ও দ্বিতীয় জামাত ৮টায়, রেলবাজার জামে মসজিদে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদে সকাল ৮টায়, কারবালা জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে প্রথম জামাত ও দ্বিতীয় জামাত ৯টায়, ওয়াপদা কলোনি জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, কোতোয়ালি জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, আশ্রম রোড বায়তুল মামুর জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে। রেলরোড আল-মসজিদুল আকসায় সকাল ৮টায়, বারান্দীপাড়া ২ নম্বর কলোনি জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়, আমিনিয়া আলিয়া মাদরাসা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত হবে ৯ টায়। সম্মিলনী স্কুল জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, সদর হাসপাতাল জামে মসজিদে সকাল ৮টায়, সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল ৭টায়, পাগলাদাহ হাফেজিয়া মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, মারকাজ মসজিদ ময়দানে সকাল ৮টায়, ইছালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, রূপদিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, তালবাড়িয়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, ছিলুমপুর বায়তুন নুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, বসুন্দিয়া বায়তুস সালাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, জয়ান্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জামাত হবে।
চাঁচড়ার পশ্চিমপাড়া ঈদগাহে সকাল ৭ টা ১৫ মিনিটে, দেয়াড়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, আবাদ কচুয়া হাইস্কুল ঈদগাহ ময়দান, আবাদ কচুয়া আশরাফুল উলুম মাদরাসা ঈদগাহ ময়দান, পুরাতন কসবা ঢাকা ব্রিজ সংলগ্ন ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে। চুড়ামনকাটি-ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহ, দাইতলা ঈদগাহ, বিজয়নগর ঈদগাহ, ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা ঈদগাহ ময়দান, নারাঙ্গালী ঈদগাহ ও নরেন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহে জামাত হবে ৮টায়। শংকরপুর গোলপাতা জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় জামাতে সময় নির্ধারণ করা হয়েছে।
কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, আলতাপোল ঈদগাহে ৮টায়, বায়সা ও মজিদপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টা ১৫ মিনিটে, সাবদিয়া ঈদগাহে ৮ টা ১৫মিনিটে, মধ্যকুল ঈদগাহে ৮টায়, ভোগতি ঈদগাহে সাড়ে ৭টায়, নতুন মুলগ্রাম ঈদগাহে ৮ টায়, মুলগ্রাম ঈদগাহে ৭টা ৪৫ মিনিটে, নুড়ীতলা ঈদগাহে সাড়ে ৮টায়, কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহ এবং মজিদপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, চৌগাছা কামিল মাদরাসা ঈদগাহ ময়দান, ইছাপুর ঈদগাহ, স্বরূপদাহ ঈদগাহ, নারায়নপুর ঈদগাহ, ফুলসারা ঈদগাহ ও হাকিমপুর ঈদগাহে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। উপজেলা শাহী মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, সলুয়া বাজার ঈদগাহ, পাতিবিলা ঈদগাহ ও পুড়াপাড়া ঈদগাহে সকাল ৮টায় এবং সিংহঝুলি ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। ঝিকরগাছা কাটাখাল ঈদগাহ, বিএম হাইস্কুল ময়দান, বাঁকড়া জেকে হাইস্কুল ময়দান ঈদগাহ, মাটিকুমড়া স্কুল ঈদগাহ ও বায়সা স্কুল ঈদগাহে সকাল সাড়ে ৭টায় এবং কায়েমকোলা বাজার ঈদগাহে ৮টায় ঈদের জামাত হবে।
মণিরামপুর ফাজিল মাদরাসা ঈদগাহ ময়দান, মণিরামপুর থানা ঈদগাহ, জুড়ান ঈদগাহ, কমলাপুর ঈদগাহ, হাকাবো ঈদগাহ ও হাকাবো কেন্দ্রীয় ঈদগাহ, জয়নগর ঈদগাহ, স্বরূপদাহ ঈদগাহ, বাধঘাটা ঈদগাহ ও মহাদেবপুর জুড়ান ঈদগাহ সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বাঘারপাড়া নারিকেলবাড়ীয়া ঈদগাহ, দোহাকুলা বাজার, সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা, দয়ারামপুর ঈদগাহ রায়পুর ঈদগাহ, খাজুরা ঈদগাহ, চাড়াভিটা বাজার ঈদগাহ, ভাটার আমতলা ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।
অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা হাইস্কুল ময়দান, নওয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, পায়রা মাদরাসা ঈদগাহ ও রাজঘাট হাইস্কুল ময়দানে সকাল সাড়ে ৭টায় এবং পীরবাড়ী ঈদগাহ ময়দান সকাল ৭টায় জামাত হবে। আর গাজিপুর রউফিয়া কামিল মাদরাসা ময়দানে জামাত হবে সকাল ৮টায়।
শার্শা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৫০ মিনিটে, নাভারণ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, উলাশি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বাগআঁচড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বেনাপোল বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে।