নিজস্ব প্রতিবেদক
যশোরে পুত্রবধূর নেতৃত্বে শাশুড়িকে মারপিট করে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বর্তমানে বৃদ্ধা শাশুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। আহত মাজেদা বেগম যশোর সদর উপজেলার নাটুয়া গ্রামের মাসুদুর রহমানের স্ত্রী। শনিবার গভীর রাতে মামলাটি করেছেন আহত মাজেদার বড় ছেলে ফিরোজ আক্তার লাল্টু। আসামিরা হলেন ছোট ভাই প্রবাসী মিলন হোসেনের স্ত্রী জেসমিন, একই এলাকার শান্তা খাতুন, জুয়েল, সিয়াম, জুবায়ের হাসান জিসান ও জনতা বেগম।
মামলা মতে, জমি সংক্রান্ত জেরে পারিবারিকভাবে জেসমিনের সাথে বিরোধ চলছিলো। এর জেরে গত ৩০ মার্চ বিকেল চারটায় জেসমিনের নেতৃত্বে অন্য আসামিরা বাড়িতে হামলা চালায়। এ সময় জেসমিনের নির্দেশে অন্যরা বৃদ্ধা মা মাজেদাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তার বোন সেলিনা খাতুন ঠেকাতে আসলে তাকেও মারপিট করা হয়।