নিজস্ব প্রতিবেদক
জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাবের উদ্যোগে যশোরে যক্ষ্মা নিয়ন্ত্রণে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় শহরের রেড ক্রিসেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. বিপ্লব কুমার বিশ্বা স। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর টিবি ক্লিনিকের কনসালটেন্ট ডা. পলাশ কুমার দাস, সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. রেহেনেওয়াজ, নাটাবের প্রোজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান, নাটাবের জেলা সেক্রেটারি সাজ্জাদুর রহমান তরফদার, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির মেডিকেল টেকনোলজিস্ট আনিছুর রহমান।
সভাপতিত্ব করেন নাটাবের যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট বিশিষ্ট সমাজকর্মী জাফর সাদিক। এতে মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। সভায় যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় করণীয় বিষয়সহ যক্ষ্মা কি, যক্ষ্মার লক্ষণ, যক্ষ্মা কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে যক্ষ্মা রোগের চিকিৎসা নিতে হয়, চিকিৎসার ব্যয় প্রভৃতি বিষয়ের প্রতি আলোকপাত করা হয়। বক্তব্য রাখেন নাটাবের ফিল্ড লেভেল স্টাফ জাহাঙ্গীর আলম।