নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পিটিআই রোডস্থ আমজাদ ভিলায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র তালা ভেঙ্গে সেখানকার বসবাসকারী ঝিকরগাছা উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরোয়ার আলম (৪৫) এবং অপর ভাড়াটিয়া মণিরামপুর উপজেলার সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের বাসা থেকে টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
সরোয়ার আলম জানান, তারা পিটিআই রোডের ষষ্ঠীতলা পাড়ার আমজাদ ভিলায় তিনি ও তার স্ত্রী জিলা স্কুলের শিক্ষিকা ভাড়ায় বসবাস করেন। গত বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টার দিকে তিনি ও তার স্ত্রী জিলা স্কুলের শিক্ষিকা স্কুলে চলে যান। প্রতিদিনের মতোই বাসা তালাবদ্ধ রেখে তারা বের হন। বিকেল ৩টার কিছু আগে তারা বাড়িতে ফিরে দেখতে পান মূল দরজার তালা ভাঙা। ঘরে ঢুকে দেখতে পান আলমারির তালা কাটা ও ঘরের জিনিসপত্র তছনছ করা। একই সময় দ্বিতীয় তলায় থাকা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের বাসার দরজার তালাও ভাঙা অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পরপরই বাড়ির মালিকের লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, দুপুর ২টা ৫৮ মিনিটে এক অজ্ঞাত চোর বাড়ির মধ্যে প্রবেশ করে এবং ৩টা ১৩ মিনিটে চুরি করা মালামালসহ বেরিয়ে যায়। চোরের পরিচয় শনাক্তে অনেক চেষ্টা করেও কোনো সন্ধান না পেয়ে সরোয়ার আলম কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ এক লাখ ২০ হাজার টাকা এবং প্রায় ১৩ ভরি সোনার গহনা। এ ঘটনায় শিক্ষক ও সমাজসেবা কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
