নিজস্ব প্রতিবেদক :
যশোরে আল আমিন (১৯) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর হকার্স মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে। তিনি সদরের খোলাডাঙ্গা চেয়ারম্যানপাড়ার আমজাদ হোসেনের ছেলে ও ধর্মতলা ন্যাশনাল প্রিক্যাডেট স্কুলের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী রাজ হোসেন জানান, সন্ধ্যায় পৌর হকার্স মার্কেটের সামনে চায়ের দোকানে গেলে অজ্ঞাত ব্যক্তির সিগারেটের ধোয়া আল-আমিনের মুখে লাগে। এতে তিনি প্রতিবাদ করলে তাদের সাথে তর্কবিতর্কের একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে দ্রুত স্থান ত্যাগ করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সার্জারি বিভাগের চিকিৎসক নাজীবুর রহমান ঢাকায় রেফার করেন।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন বাবু জানান, তার নিতম্বে ডিপ ছুরিকাঘাত করা হয়েছে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, ছুরিকাঘাতের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।