নিজস্ব প্রতিবেদক
প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে বেসরকারি উদ্যোগে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরি ভবন’ নির্মাণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ছয় তলা ভিতের চারতলা বিশিষ্ট আধুনিক ল্যাবরেটরি ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার ও প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী নাহিদা আকতার জাহেদী। ভবনটি নির্মাণ করেছেন জাহেদী ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান।
জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী ও ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল। যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাবেক সভাপতি এম আর খায়রুল উমাম প্রমুখ। কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার প্রসার ও এর জনপ্রিয়তা বাড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি উদ্যোগে এই ভবন মাইলফলক হয়ে থাকবে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ল্যাবরেটরি নির্মাণ দেশের উন্নয়নে সহায়তার একটি অনন্য উদ্যোগ। তাদের এই উদ্যোগে যশোরের শিক্ষাবিস্তারে অগ্রণী ভূমিকা রাখবে। একই সাথে এই উদ্যোগটা সকালের কাছে একটি বার্তাও দিলো যে, সরকারি প্রতিষ্ঠানে বেসরকারিভাবে সাহায্য সহযোগিতা করা যায়।
জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, আমরা মনে করি শিক্ষা বিস্তার সকলের দায়িত্ব। শুধু সরকারের প্রতি চাপিয়ে দিলে ঠিক হবে না। সমাজে যে যার জায়গায় থেকে উন্নয়নে এগিয়ে আসলে দেশের উন্নয়ন সমৃদ্ধ হবে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এগিয়ে এসেছি শিক্ষা বিস্তারে। জাহেদী ফাউন্ডেশন শুধু শিক্ষা বিস্তারেই নয়, স্বাস্থ্য ক্রীড়া অঙ্গনেও ভূমিকা রাখছে।
কলেজ সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাচীন এই সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর অনুপাতে ল্যাবরেটরির সংখ্যা ছিল কম। এমনকি ছিল না আলাদা কোন ভবন। এ অবস্থায় এগিয়ে আসেন প্রতিষ্ঠানের প্রাক্তন দুই শিক্ষার্থী নাহিদা আক্তার, কায়ুম শাহরিয়ার জাহেদী ও তার পরিবার। তাদের প্রয়াত পিতা জাহিদ হোসেন মুসার স্মরণে প্রতিষ্ঠিত জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে দেন এই নতুন ভবন। পরিবেশবান্ধব নকশা অনুযায়ী যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছয়তলা ভবনে ১২টি আধুনিক সুবিধা-সংবলিত ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে। প্রসঙ্গত, ২০২১ সালের ১২ অক্টোবর এ ভবন নির্মাণের ভিস্তিপ্রস্তর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।