নিজস্ব প্রতিবেদক
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালের এইচএসসির ফলাফলে পাসের হারের দিক থেকে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে খুলনা জেলা। আর তলানিতে নেমে গেছে বাগেরহাট জেলা। বুধবার প্রকাশিত ফলাফলে বোর্ডের দশ জেলার মধ্যে এই চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সমীর কুমার কুন্ডু এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী যশোর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী।
জেলা অনুযায়ী ফলাফলের চিত্রে দেখা গেছে, শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে খুলনা জেলা। ৯০ দশমিক ৭৩ ভাগ পাসের হার নিয়ে বোর্ডের সেরা অবস্থানে ফিরেছে এই জেলা। এর আগে টানা প্রথম অবস্থান ধরে রাখলেও গতবার জেলাটি দ্বিতীয় অবস্থানে নেমে গিয়েছিল। তাদের পাসের হার ছিল ৯৮ দশমিক ৭১ ভাগ। গতবছর ৪র্থ অবস্থানে থাকা ঝিনাইদহ জেলা এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এবছর তাদের পাসের হার ৮৪ দশমিক ৫৬। গতবছর এই হার ছিল ৯৮ দশমিক ১৫। গতবছর শীর্ষ স্থানে উঠলেও এবার দু’ধাপ নিচে নেমে সাতক্ষীরার অবস্থান তৃতীয়। তাদের পাসের হার ৮৪ দশমিক ২৪। গতবছর এই হার ছিল ৯৮ দশমিক ৮৬ ভাগ।
গতবছর ৫ম অবস্থানে থাকা নড়াইল এবার আরও একধাপ এগিয়েছে। ৪র্থ স্থান নিয়ে তাদের পাসের হার ৮৩ দশমিক ৩৫। গতবছর এই জেলার পাসের হার ছিল ৯৮ দশমিক ০৯ ভাগ।
টানা তৃতীয় স্থান ধরে রাখা যশোর জেলা এবার দু’ধাপ পিছিয়ে ৫ম স্থানে নেমে গেছে। এই জেলার পাসের হার ৮৩ দশমিক ৩০। গতবছর এই হার ছিল ৯৮ দশমিক ৩৫ ভাগ।
গতবার ৮ম স্থানে থাকা কুষ্টিয়া জেলা এবার দু’ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে উঠেছে। তাদের পাসের হার ৮২ দশমিক ৩১। গতবার এই হার ছিল ৯৭ দশমিক ৬০ ভাগ। টানা ৭ম অবস্থান ধরে রাখা চুয়াডাঙ্গা জেলার পাসের হার ৭৯ দশমিক ৯৪। গতবছর তাদের পাসের হার ছিল ৯৭ দশমিক ৬৮ভাগ।
গতবছর তলানিতে নেমে যাওয়া মেহেরপুর জেলা এবার দু’ধাপ উন্নতি করেছে। ৮ম স্থানে থাকা এই জেলার পাসের হার ৭৯ দশমিক ১৮। গতবছর এই হার ছিল ৯৫ দশমিক ৬১ ভাগ। গতবছর ৬ষ্ঠ অবস্থানে থাকা মাগুরা জেলার এবার তিনধাপ অবনমন ঘটেছে। নবম অবস্থানে তাদের পাসের হার ৭৭ দশমকি ৮৩; গতবছর এই হার ছিল ৯৭ দশমিক ৭২ ভাগ।
গতবছর ৯ম স্থানে থাকা বাগেরহাট জেলা এবার তলানিতে নেমে গেছে। তাদের পাসের হার ৭৭ দশমিক ৬৫; গতবছর তাদের পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯ ভাগ।