নিজস্ব প্রতিবেদক
যশোরে শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ সপ্তাহব্যাপী আন্দোলন করে আসছে। গতকাল ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা দিয়ে ফের ক্ষতিপূরণ দাবি করা হলো। দুপুর সাড়ে ১২ টায় কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের এক প্রতিনিধি দল ২৮ এপ্রিলে শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা যশোর জেলা প্রশাসকের নিকট জমা দেন।
তালিকায় চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯৪১ ও সদর উপজেলার ইছালি ইউনিয়নের ৩০ জনের নাম মোট ৯৭১ জনের তালিকা জেলা প্রশাসকের হাতে তুলে দেন। এসময় প্রতিনিধি দলে ছিলেন কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় ও জেলা নেতা জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয়সহ সধারণ সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশ খেতমজুর কৃষক ফ্রন্টের জেলা আহ্বায়ক রফিউদ্দিন, শাহজাহান আলী, আলাউদ্দিন, হাচিনুর রহমান, জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা নেতা সাহবুদ্দিন বাটুল, ছাত্র ফ্রন্টের উজ্জ্বল বিশ্বাস, ইমরান খান প্রমুখ। একই দাবিতে ২৯ এপ্রিল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় এবং ৩০ এপ্রিল সিংহঝুলি বাজারে মানববন্ধন করা হয়।
