নিজস্ব প্রতিবেদক ॥
যশোরে শীতার্তদের মাঝে ‘প্রধানমন্ত্রীর শীত উপহার’ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে যশোর শহরের রাঙামাটি গ্যারেজ এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির সহযোগিতায় শীত উপহার কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে যশোর পৌর ২ নম্বর ওয়ার্ডের অসহায় হতদরিদ্র দুই শতাধিক শীতার্ত মানুষ কম্বল পেয়ে খুশিতে আত্মহারা হন। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ,
সহ সভাপতি জাহাঙ্গীর আলম বাবলু, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা যুবলীগনেতা তৌহিদ চাকলাদার ফন্টু, পৌর আওয়ামী লীগনেতা আনোয়ার হোসেন সবুজ, আব্দুস সালাম, আলী হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, জহির আহমেদ লিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা জাহাঙ্গীর হোসেন, মফিজুর রহমান নান্টুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, টানা দু’দিন মুখ লুকিয়ে থাকা সূর্যের দেখা মিললেও যশোরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। উত্তরের হিমেল হাওয়ায় কনকনে শীতে কাঁপছে যশোর। এমন পরিস্থিতিতে পৌর আওয়ামী লীগ যশোর শহরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ শুরু করেছে। পর্যায় ক্রমে যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।