নিজস্ব প্রতিবেদক
যশোরসহ দেশের ১৫ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যার মধ্যে যশোর এলাকায় তীব্র শীতের প্রভাব দেখা দিয়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে যশোরের সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে সকালবেলায় ঘন কুয়াশার কারণে রাস্তায় বের হওয়া কঠিন হয়ে উঠেছে, যা কর্মজীবী মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, যশোর অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতায় শিশু, বৃদ্ধ ও নিম্নআয়ের মানুষরা সবচেয়ে বেশি বিপর্যস্ত, তাদের মধ্যে শ্বাসকষ্ট, সর্দি-কাশি বৃদ্ধি পেয়েছে। অনেকেই রাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
কুয়াশার কারণে যশোর অঞ্চলে সড়ক ও নৌপথে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে, ফলে পণ্য পরিবহনেও সমস্যা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসে আরও দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে, যেগুলোর মধ্যে এক থেকে দুইটি হতে পারে তীব্র।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা যদিও ঈশ্বরদীতে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, তবে যশোর অঞ্চলেও শীতের তীব্রতা ও ঘন কুয়াশা থেকে নিস্তার মেলেনি।
সাধারণ মানুষের কথা চিন্তা করে বিশেষজ্ঞরা শীতে সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। যশোরে শীতের এই তীব্রতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
