নিজস্ব প্রতিবেদক
বায়ান্নর মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের যশোরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধার মাধ্যমে তাদের আত্মত্যাগকে স্মরণ করতে দিবসের কর্মসূচি শুরু হয়।
রাত ১২ টা বাজার সাথে সাথে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
একইভাবে অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খানের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
সকাল ১০ টায় জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে দোয়া মাহফিল হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মুস্তাাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হুমায়ন কবির খন্দকার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুর রশিদ
এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনে বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব একুশ মঞ্চে বসেছে দুই বাংলার ভাষা প্রেমীদের মিলনমেলা। সীমান্তের জিরো পয়েন্টে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব একুশ মঞ্চ ও অস্থায়ী শহিদ বেদীতে বাংলাদেশ ভারতের অতিথিদের অংশ নিয়েছেন।
অন্যদিকে বিকাল ৪ টায় ঐতিহাসিক টাউন হল ময়দানে ‘বায়ান্ন এর একুশে ফেব্রুয়ারি ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
