নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকারের পদত্যাগ, এক তরফা প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল ও দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির প্রতিবাদে বিএনপির ডাকে ষষ্ঠ দফার অবরোধের প্রথম দিন বুধবার ঢিলেঢালাভাবে পার হয়েছে। এদিন সকাল থেকে অবরোধের সমর্থনে দলীয় নেতাকর্মীরা সড়ক-মহাসড়কে সাময়িকভাবে মাঠে নামে। কিছু সময়ের পর তারা আবার চলে যান। তবে অবরোধকালে দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন কম সংখ্যাক চলাচল করেছে।
জেলা বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে- বুধবার সকাল থেকে অবরোধের সমর্থনে যশোর নগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল রাস্তায় নামে। দুপুরের পর যশোর-নড়াইল সড়কে নগরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলের নেতৃবৃন্দ যৌথ মিছিল করেন।
এছাড়া যশোর-বেনাপোল, যশোর-সাতক্ষীরা সড়কে বিএনপি নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল করেন। এর আগে মঙ্গলবার রাতে যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়কে অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করা হয় বলে বিএনপির দাবি।