নিজস্ব প্রতিবেদক
চতুর্থ অন্ধ টি-২০ ক্রিকেট বিশ্বকাপের রানার্সআপ বাংলাদেশ দলকে সংবর্ধনা প্রদান করবে যশোর ব্লাইন্ড ক্লিকেট ক্লাব। শুক্রবার সন্ধ্যায় যশোর বাঁচতে শেখা মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়া শনিবার সকালে যশোর টাউন হল মাঠে বাংলাদেশ অন্ধ দলের খেলোয়াড়রা মাইকেল মধূসূদন একাদশ ও তরিকুল ইসলাম একাদশ নামে দুই ভাগে বিভক্ত হয়ে একটা প্রীতি ম্যাচে অংশ গ্রহণ করবে। ম্যাচ শেষে খেলোয়াড়-কর্মকর্তারা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পরিদর্শনে যাবেন। বুধবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
লিখিত বক্তব্যে যশোর ব্লাইন্ড ক্লাবের সভাপতি ফজলে রাব্বি মোপাসা বলেন, ২০১১ সালের ১৯ নভেম্বর যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু হয়। সেই থেকে যশোরের ৮জন খেলোয়াড় জাতীয় দলের খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ টি-২০ বিশ^কাপে রানার্সআপ বাংলাদেশ দলের সদস্য ছিলেন বেশ কয়েকজন। এর মধ্যে যশোরের আসমত আলী টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থাকা মোপাসা বিশ^কাপ খেলতে যাওয়ার আগে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হন জানিয়ে বলেন, পাকিস্তান যাওয়ার আগেও আমাদের কোন সম্পন্সর ছিল না। শেষ মুহুর্তে রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল আমাদের পাশে দাঁড়ায়। সেই সাথে যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক খায়রুল কবির চঞ্চল সহায়তার হাত বাড়িয়ে দেন। এজন্য মূলত বাংলাদেশ ক্রিকেট দলকে যশোরে সংবর্ধনা প্রদান করা হচ্ছে বলে জানান।
এছাড়া সংবাদ সম্মেলনে বাংলাদেশ অন্ধ ক্রিকেট দলের বিভিন্ন সাফল্য ইতিহাস তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক সোলাইমান মাহি সবুজ, প্রচার সম্পাদক সদস্য মুন্সি ফরিদ উদ্দীন আহমেদ, উজ্জল বিশ্বাস, জাতীয় দলের খেলোয়াড় আসমত আলী ও ইসরাফিল হোসেন