নিজস্ব প্রতিবেদক
যশোরে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন ও যশোরের ঝিকরগাছায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের চালক প্রাণ হারিয়েছেন। রোববার রাত পৌনে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় যশোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অপর ঘটনাটি সোমবার ভোর সাড়ে ৫টায় যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার মোড় এলাকার।
নিহতরা হলেন-নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন, যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর, যিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, মহাসড়কে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ভেঙে যায় এবং বাঁশ ঢুকে পড়ে ভেতরে। ঘটনাস্থলেই মারা যান আক্তার হোসেন।
গুরুতর আহত হন আবু জাফর ও এসআই নিক্কন আঢ্য। তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। পরে পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সময় অবস্থার অবনতি হতে থাকে।
পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের ঝিকরগাছায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টায় যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ ভ্যানচালক রুহুল কুদ্দুস (৩৬) ঝিকরগাছার বাঁকড়া গ্রামের ছেলে মৃত নেছার আলীর ছেলে।
জানা গেছে, ভোর ৫টায় ঝিকরগাছা থানার মোড় এলাকায় শামীম পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, মরদেহ ঝিকরগাছা হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।