নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীতে সড়ক দুর্ঘটনায় লিটন মিয়া (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে যশোর-ঝিনাইদহ মহাসড়কে সদরের সানতলা নামকস্থানে। তিনি পটুয়াখালী জেলা সদরের পূর্বহেতালিয়া গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ভোরে বেনাপোল থেকে একটি ট্রাক ঝিনাইদহ হয়ে মাগুরায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে যশোর ঝিনাইদহ মহাসড়কে সদরের সানতলায় পৌছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কাদেয়। এতে ট্রাক চালক লিটন মিয়া গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ক্যান্টনমেন্ট ফায়ার সার্ভিস (উপ শাখার) সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পুলিশ তার পরিবারের কাছে হস্ততন্তর করেছে।