নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের দুর্ঘটনায় আরাফাত (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বন্ধু সজীব (২৫)।
নিহত আরাফাত শহরতলীর হামিদপুর গ্রামের মৃত হারেজ আলীর ছেলে। তিনি দেশ টিভির যশোর অফিসের ক্যামেরাপার্সন চায়েল ইসলাম অপুর শ্যালক—খবরটি ছড়িয়ে পড়তেই সহকর্মী ও স্বজনদের মধ্যে নেমে আসে গভীর শোক।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর প্রায় ২টার দিকে বাড়ি ফেরার পথে মুড়লি এলাকার বকচরএল মার্কেটের সামনে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা খায়। প্রচণ্ড আঘাতে আরাফাত ও সজীব দু’জনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সজীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অকালেই ঝরে যাওয়া আরাফাতের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ—আরেকটি তরুণ জীবন হারিয়ে যাওয়ার বেদনাই যেন আজ সবার কণ্ঠে।
