নিজস্ব প্রতিবেদক
যশোরে আব্দুল মান্নান (৬৫) নামে এক ভ্যান চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে শহরতলীর চাঁচড়া মধ্যপাড়া মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান চাঁচড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা। নিহতের স্বজন আবুল হাসান জানান, শুক্রবার সকালে আব্দুল মান্নান জীবিকার তাগিদে ভ্যান নিয়ে শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে বাড়ি থেকে কয়েকগজ দূরে মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার চলন্ত ভ্যানে ধাক্কা দেয়। এসময় ভ্যানচালক আব্দুল মান্নান পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিরুল আলম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।